অর্থনীতির মৌলিক ধারণা প্রথম পর্ব

প্রথমেই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমরা অর্থনীতি কেন পড়ি? হঠাৎ করে সত্যের সন্ধানে অর্থনীতির ব্যপারে এত আগ্রহ কেন দেখাল? বস্তুত আমরা দেখতে পারি অনেকেই মনে করে অর্থনীতি পাঠে বাড়ী-গাড়ী, টাকা-পয়সা অর্জন করতে পারবে। আবার কেউ মনে করে অর্থনীতির চাহিদা ও যোগান বিধি, বাজার, মুদ্রাস্ফ্রীতি এ ধারণাগুলো না বুঝলে তিনি মুর্খ থেকে যাবেন। তাছাড়া কিভাবে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির বিপ্লব সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে অথবা সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশে আয় বন্টনে অসমতা এত দ্রূত বৃদ্ধি পাচ্ছে, এসব ধারণা সম্পর্কে একটু সহজ করে জানতে আমাদেরকে অনেকেই লিখেছেন।

এবং এ থেকেই সত্যের সন্ধানের এই প্রচেষ্টা, ধন্যবাদ।

You may also like...