যুদ্ধের প্রস্তুতি!

যুদ্ধের প্রস্তুতি
পৃৃথিবী জুড়ে ভয়াবহ ত্রাস চালাচ্ছে মহামারি করোনা
বিশ্বের এই ক্রান্তিলগ্নে করোনার সাথে আপনি যুদ্ধ
ঘোষণা করছেন-
কখনও কি ভেবে দেখেছেন! আদৌও এই যুদ্ধের জন্য
আপনি কতটুকু পরিপূর্ণ প্রস্তুত?
আজ আপনার ক্ষেপণাস্ত্র, একে ফোর্টিসেভেন, মর্টার,
এলএমজি, শটগান কোন কাজে আসবে না
আজ আপনার ট্যাঙ্ক, জলকামান, মাইন, টর্পেডো,
যুদ্ধবিমান কোন কাজে আসবে না
আজ আপনার গোলাবারুদ, রণতরী, সাবমেরিন,
মিসাইল কোন কাজে আসবে না
আজ আপনার লক্ষলক্ষ সৈন্যের তাক করা অস্ত্রের
প্রতিরক্ষা বাহিনি কোন কাজে আসবে না
এই যুদ্ধে লড়তে গেলে আজ আপনার হাজার হাজার
ডাক্তার-নার্স ও চিকিৎসা সহযোগী প্রয়োজন
এই যুদ্ধে লড়তে গেলে আজ আপনার হাজার হাজার
সার্জিক্যাল রেস্পিরেটর N-95 মাস্ক প্রয়োজন
এই যুদ্ধে লড়তে গেলে আজ আপনার হাজার হাজার
টেস্ট কিট,মেডিকেল প্রটেক্টিভ ক্লথিং প্রয়োজন
এই যুদ্ধে লড়তে গেলে আজ আপনার হাজার হাজার
ভেন্টিলেটর ও আইসোলেশন ব্যবস্থা প্রয়োজন
পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্টের অভাবে আজ
সাহসী বীর যোদ্ধা ডাক্তার-নার্স ও মেডিকেল সহযোগীরা মৃত্যুর দ্বারপ্রান্তে বসে লড়াই করছে
চিকিৎসা সামগ্রীর অভাবে মানুষ আজ করুণ মৃত্যুর
কোলে ঢলে পড়ছে, এই কি আপনার যুদ্ধের প্রস্তুতি?
করোনার চেয়েও আজ মানুষের বড় শত্রু হয়ে
দাড়িয়েছে  ক্ষুধা, মানুষের বাঁচার অধিকার
একদিন কাজ না করলে যাদের চুলোয় আগুন জ্বলে না
একদিন কাজ না করলে যাদের পেটে ভাত জোটে না
একদিন কাজ না করলে যাদের শিরদাঁড়া সোজা হয় না
কখনো কি ভেবে দেখেছে!  তাঁরা এই যুদ্ধ কিভাবে করবে?
আপনি দেশকে লকডাউন করে প্রতিশ্রুতি দিয়েছিলেন
মালিকদের থেকে কর্মচারীর বেতন আদায় করে দিবেন
আপনি দেশকে লকডাউন করে প্রতিশ্রুতি দিয়েছিলেন
ভাড়াটিয়াদের ভাড়ি ভাড়া মওকুফ করিয়ে দিবেন
আপনি দেশকে লকডাউন করে প্রতিশ্রুতি দিয়েছিলেন
ক্ষুধার্তদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবেন
আজও কর্মহীন শ্রমিক নিরুপায় হয়ে তাকিয়ে আছে
পাওনা বেতনের প্রতিক্ষায়
আজও কর্মহীন ভাড়াটিয়ারা বাড়ি মালিকের থেকে
অপমান অত্যাচার মুখবুজে সহ্য করে
আজও ভুখা পেট নিয়ে ক্ষুধার্ত মানুষ ঘরের ভেতর
নির্ঘুম চোখে উপোস শুয়ে থাকে
আপনি বলেছেন কর্মহীন অসহায়দের ত্রাণ দেবেন
কিন্তু সকল মানুষ ত্রাণ পাচ্ছে কই?
আপনার নেতার বাড়িতে আজ জমা হয় গরিবের
শতশত ত্রাণের বস্তা
আপনার নেতার বাড়ির খাটের তলায় জেগে ওঠে আজ
গরিবের তেলের খনি
আপনার নেতার বাড়ির মাটির নিচে মুরগির ডিমের মত
তা দিচ্ছে গরিবের প্রাপ্ত ত্রাণ
হাজারও মানুষ আজ না খেয়ে মরছে, এই কি আপনার
যুদ্ধের প্রস্তুতি?
হাজারও মানুষ আজ ঘরের মধ্যে ক্লান্ত বেড়ালের মত
এপাশ ওপাস করছে বিছানায়
হাজারও মানুষ আজ চাঁতকের মত নিরুপায় চোখে
তাকিয়ে আছে বেঁচে থাকার আশ্বাস নিয়ে
এইসব ক্ষুধার্ত গরিব অসহায় মানুষের আর্তনাদ কি
আপনার নজরে পরে না?
করোনার হাত থেকে বেঁচে থাকার লড়াইয়ে এই কি
আপনার যুদ্ধের প্রস্তুতি?

You may also like...