সত্যের মুখোমুখি (একটি সত‍্যের সন্ধানে ইবুক)

বর্তমান পৃথিবীতে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলে দুঃসাহস দেখানো মানুষের সংখ্যা খুবই নগণ্য। তবে একমাত্র কবি’রাই তাঁদের কবিতার মাধ্যমে সত্যের মুখোমুখি হয়ে মাথা উচু করে কথা বলার দুঃসাহস রাখে। কেননা, খুব ধারালো হয় কবির কলম: যার দ্বারা খুব সহজেই ভেঙে খানখান করে দিতে পারে সমস্ত মিথ্যে-কুসংস্কার; নিমেশেই ধ্বংস করে দিতে পারে অনৈতিক সব বিধান। আমার বিশ্বাস, একজন কবির মাত্র একটা কবিতার মাধ্যমেই উড়িয়ে দিতে পারে অজস্র স্বৈরাচারী মসনদ: পুড়িয়ে দিতে পারে একটি ভঙ্গুর জাতির ওপর পাতানো কালো থাবা;

একটি নগরের উত্থান কিম্বা পতনে কবির কলমে জন্ম নেওয়া একটি কবিতাই যথেষ্ট। এদেশের ধর্মীয় সন্ত্রাসবাদী জঙ্গীরা (খুনি নেতার খুনি উন্মদেরা) কোন ব্লগার, মুক্তমনা কবি-সাহিত্যিক ও লেখকদের বাঁচিয়ে রাখতে চায় না। তারা মনে করে যে- যদি এদেরকে বাঁচিয়ে রাখা হয়! তবে তাঁদের সমস্ত ভণ্ডামি ফাঁস হয়ে যেতে পারে। তাই তো তারা বিখ্যাত লেখক ও সাহিত্যিক অধ্যাপক ডঃ হুমায়ুন আজাদ, ব্লগার রাজিব হায়দার, বিজ্ঞান লেখক ও ব্লগার ডঃ অভিজিৎ রায় সহ অনেককেই হত্যা করেছে। তাই তো অকাল মৃত্যুর ভয়ে অনেক লেখক নিজেকে গা ডাকা দিয়ে বেঁচে থাকছে কাপুরুষের দোসর হয়ে কুকুরের মত অবহেলিত জীবন নিয়ে। কিন্তু আর কত দিন! আর কতদিন এই ধর্মীয় ভণ্ডামির মাঝে নিজেকে ভাসিয়ে দিয়ে তিলে তিলে নিজেকে ক্ষয় করা! এইসব বর্বর ধর্মীয় আঁচাড় ও গ্রথিত ঈশ্বরের অন্ধ-বিশ্বাস থেকে বেড়িয়ে এসে- এইসব ধর্মীয় ভণ্ডামির এক বিস্ময়কর অধ্যায় ঈশ্বর নামক কাল্পনিক এক সত্তা থেকে নিজেকে মুক্ত করে অহিংসক, অসাম্প্রোদায়িক সমাজ গঠন করে মানবিক পৃৃথিবী গড়ে তুলার আহবান রইলো। সকলের প্রতি আমার থেকে অনেক অনেক ভালোবাসা সহ শুভ কামনা নিরন্তর।

ধন্যবাদ সকলকে

 

সত্যের মুখোমুখি 

শেখ মাহমুদ বিন হাফিজ

সত্যের সন্ধানে ইবুক

বইটি পড়তে অনুগ্রহ করে নিচের লিংকে ক্লিক করুন, ধন্যবাদ।

সত্যের মুখোমুখি

You may also like...